সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
Led04রাজনীতি

ধর্ষণ-নিপীড়ন বন্ধে অবস্থান কর্মসূচিতে জেলা ছাত্র ফেডারেশন

লাইভ নারায়ণগঞ্জ: নারীদের উপর নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বন্ধের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জেলা ছাত্র ফেডারেশন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর চাষাঢ়ার বিজয় স্তম্ভে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর বলেন, রাত তো দূরের কথা, এই সমাজে দিনে-দুপুরেও একজন নারী নিরাপত্তাহীন। একটি শিশু একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে গিয়েও ধর্ষণের শিকার হয়। প্রশাসন এই ছোট্ট শিশুর নিরাপত্তা দিতেও ব্যর্থ। চলমান বাসে দুজন নারী অসংখ্য মানুষের উপস্থিতিতেও ডাকাতি ও যৌন সহিংসতার শিকার হন। পরবর্তীতে ধর্ষকদের গ্রেপ্তার করা হলেও অভিযোগে ধর্ষণের বিষয়টি উল্লেখ না করে শুধুমাত্র চুরি ও শ্লীলতাহানির কথা বলা হয়। ধর্ষণের ঘটনা স্বীকার না করায় অপরাধীরা জামিনও পেয়ে যায়। সমাজে ধর্ষকরা আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে, অথচ নারীদের সেই ঘটনার ভয়াবহতা নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। ২৪ ফেব্রুয়ারির এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা নারীর নিরাপত্তার দাবিতে ঐক্যবদ্ধ অবস্থান নিচ্ছি। নারায়ণগঞ্জসহ সারাদেশের নারীরা যে লাঞ্ছনার শিকার হচ্ছে, তা আর মেনে নেওয়া হবে না। নারায়ণগঞ্জের প্রশাসনকে তৎপরভাবে কাজ করতে হবে যাতে এখানে কোনো নারীকে ধর্ষণের শিকার হতে না হয়। অন্যথায় নারীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে।

এ সময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সদস্য মুন্নি আক্তার প্রত্যাশা, রাইসা ইসলাম, নারায়ণগঞ্জ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অপূর্ব রায়, সদস্যসচিব আবিদ রহমান, সদস্য শেখ সাদীসহ অন্যান্য নেতাকর্মীরা।

RSS
Follow by Email