ধর্ষণচেষ্টায় বাধা, সাবেক ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে প্রধান আসামি নুর ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২৫ আগস্ট) র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে নুর ইসলামকে আটক করে। গ্রেপ্তারকৃত নুর ইসলাম ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ আগস্ট) রাতে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকায় এক নারীকে ধর্ষণের চেষ্টা করছিল মফিজ নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা। খবর পেয়ে আরাফাত মামুন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে মফিজ ও তার সহযোগীরা তাকে মারধর করে চারতলার ছাদ থেকে নিচে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় মামুনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
এই ঘটনায় ভুক্তভোগী নারী ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে নুর ইসলামকে ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নুর ইসলামকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।