মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫
রাজনীতি

ধর্ম যার যার বাংলাদেশ সবার, আমরা সেই নীতিতে বিশ্বাসী: আজাদ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি সব সময় ধর্মীয় উৎসবগুলো যেন সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়, সে ব্যাপারে সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন দলটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় বিদ্যুতের পাশাপাশি জেনারেটরের ব্যবস্থা করে পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

সোমবার হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, “আমাদের জননেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা সেই আদর্শ ও নীতিতে বিশ্বাসী। তাই আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, এখন আছি এবং ভবিষ্যতেও থাকব।”

তিনি আরও বলেন, “পূজার সময় ঝড়-বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হলেও সকল মণ্ডপের জন্য জেনারেটরের ব্যবস্থা আমরা নিশ্চিত করব।” তার এই আশ্বাসে পূজা উদযাপন কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

RSS
Follow by Email