সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
সদর

ধর্মীয় স্থাপনায় হামলার প্রতিবাদে না.গঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাআত’র বিক্ষোভ মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী’র জুলুসে এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনায় জঙ্গি-সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ২ নং রেলগেট এলাকার আলী আহমেদ চুনকা মিলনায়তনের সামনে এই সমাবেশ পালন করা হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাআত লিয়াজু কমিটি নারায়ণগঞ্জ জেলার ব্যানারে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, উগ্রবাদী গোষ্ঠী সন্ত্রাসী কায়দায় মাজার শরিফ ও মুন্দিরে হামলা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে তাদের এই ধারাবাহিকতায় তারা ঈদে মিলাদুন্নবী (দঃ) জুলুসে হামলা করে আমাদের এক ভাইকে শহীদ করেছে এবং শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের আক্রমণ থেকে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় সংখ্যালঘুরাও বাদ পড়ছে না। তাদের এহেন গর্হিত কর্মকাণ্ডের প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছি।

RSS
Follow by Email