বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led05জেলাজুড়েধর্ম

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার তথ্য জানাতে হটলাইন চালু

লাইভ নারায়ণগঞ্জ: যেকোন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে সেই হামলার তথ্য জানাতে হটলাইন চালু করেছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার (১২ আগস্ট) মন্ত্রনালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দুর্বৃত্তের হামলার শিকার বা আক্রান্ত হলে তার তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে ফোন বা খুদেবার্তার মাধ্যমে পাঠাতে অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, ছাত্র-নাগরিক গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশকে অস্থিতিশীল করতে সংখ্যালঘুদের উপাসনালয়ে দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে বলে জানায় বিভিন্ন সংগঠন। এর প্রতিকার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো। বাংলাদেশ জামায়াত ইসলামী দেশজুড়ে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ওপর দুষ্কৃতকারীদের হামলা, ভাঙচুর ও নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা শক্তিশালী কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময়ে হামলার সঙ্গে জড়িতদের বিচারেরও দাবি করেছে সংগঠনটি।

RSS
Follow by Email