মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
রাজনীতি

ধর্মীয় উন্মদনা সৃষ্টি করে ফ্যাসিস্ট শক্তিগুলো চক্রান্ত করছে: বাম গণতান্ত্রিক জোট

লাইভ নারায়ণগঞ্জ: চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও উন্মাদনা-উস্কানি রুখে দাঁড়ানোর দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সমাবেশ ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়।

বামজোটের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস, কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, বাংলাদেশ জাসদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি দেওয়ান, সিপিবি নেতা দুলাল সাহা।

নেতৃবৃন্দ বলেন, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবীর হত্যা তীব্র নিন্দা জানাই এবং দ্রæত তদন্তের মাধ্যমে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ’২৪ এর গণ অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যবিরোধী অর্থাৎ ধর্মীয় বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, নারী-পুরুষের বৈষম্যসহ সমাজের বিরাজমান সকল বৈষম্যের অবসান। এই চেতনাকে ধ্বংস করার চেষ্টা চলছে। ৫ আগস্টের পর থেকে নানা গোষ্ঠী ধর্মীয় উন্মদনা সৃষ্টি করে মন্দির, মাজার, বামজোটের সমাবেশে হামলা ভাংচূর হয়েছে। সংবাদপত্রের অফিস ভাংচুর ও মব কিলিং ঘটিয়েছে। এইসব ঘটনায় জড়িত দূর্বৃত্তদের আইনের আওতায় না আনার ফলে ঘটনাগুলো বেড়েই চলেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগে পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো চক্রান্ত ও ষড়যন্ত্র করতে পারছে। নেতৃবৃন্দ বর্তমান সংকট মোকাবিলায় অভ্যুত্থানকারী শক্তিগুলোর সাথে মতবিনিময় করার উদ্যোগ নেয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

RSS
Follow by Email