ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক কারাগারে
লাইভ নারায়ণগঞ্জ: সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশাকে (রাঃ) নিয়ে কটূক্তির অভিযোগে প্রীতম দাস (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার ইছাপুরা বাজার থেকে তাকে আটক করা হয়। প্রীতম দাস নর্থ সাউথ ইউনিভার্সিটির সিইসি বিভাগের শিক্ষার্থী এবং ওই এলাকার স্বপন দাসের ছেলে।
রূপগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. তরিকুল ইসলাম জানান, শনিবার রাতে প্রীতম দাসের ফেসবুক আইডি থেকে মহানবী (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। একটি অন্য অ্যাকাউন্টের পোস্টে করা এই মন্তব্যের স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রীতম দাস তার ফেসবুক আইডি থেকে এই মন্তব্য করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল আউয়াল বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে প্রীতম দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।