শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
Led02রাজনীতি

দ্রুত কদম রসুল সেতুর বাস্তবায়ন করতে হবে, কালক্ষেপণের সুযোগ নেই: মাসুদুজ্জামান

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ শনিবার (২৫ অক্টোবর) বন্দরে এক ভিন্নধর্মী কার্যক্রমে অংশ নেন। তিনি একদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচির লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন, অন্যদিকে বন্দরের দীর্ঘদিনের দাবি কদম রসুল সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

বন্দর উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নিয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমরা যখনই জানতে পেরেছি এই মানববন্ধনের বিষয়ে, তখনই কদম রসুল সেতুর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি। স্বাধীনতার এত বছর পরও এই সেতুর কাজ সম্পন্ন না হওয়া অত্যন্ত দুঃখজনক। শুধু কদম রসুল নয়, বন্দরে আরও কয়েকটি সেতু নির্মাণের দাবিও দীর্ঘদিনের। এই সব দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি এবং সবসময় আপনাদের পাশে আছি ও থাকবো। দ্রুত এই কদম রসুল সেতুর বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই কালক্ষেপণের সুযোগ নেই।”

তিনি আরও যোগ করেন, বন্দর ও নারায়ণগঞ্জবাসীর মধ্যে কোনো বিভেদ বা বিভাজন নেই এবং বন্দরের উন্নয়নে যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বন্দর উন্নয়ন ফোরামের সমন্বয়ক হাফেজ করিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব লতিফ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি হাজি নুরুদ্দিন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জের সমন্বয়ক তরিকুল সূজন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, এবং মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মাসুদুজ্জামান মাসুদ জনগণের মধ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি ছড়িয়ে দিতে তার এই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, স্থানীয় পর্যায়ের উন্নয়নমূলক দাবি-দাওয়া বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।

RSS
Follow by Email