সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
অর্থনীতিজেলাজুড়েসদরসোশ্যাল মিডিয়া

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যবসায়ীদের পাশে ‘স্বাধীন মিত্র’

লাইভ নারায়ণগঞ্জ: ফেসবুক প্ল্যাটফর্ম ‘নারায়ণগঞ্জস্থান গ্রুপে’র উদ্যোগে দিগু বাবুর বাজারের নিত্যপণ্য ও কাচা বাজারের ব্যবসায়ীদের সাথে সভা করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীন মিত্র’। তাদের দাবি বাজারে নিত্য পণ্যর দাম নিয়ন্ত্রণ করে মানুষের জীবন চলাচল সহজ করা। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) পক্ষে তারা ওই আলোচনা করেন।

আলোচনায় নারায়ণগঞ্জ দিগু বাবুর বাজারের কাঁচামাল, মাংস সমিতি, পেঁয়াজ ব্যবসায়ীসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছে। তাদের আলোচনার এক পার্যায়ে ছাত্র প্রতিনিধিরা ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, অন্য কেউ যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য তারা সব সময় পাশে থাকবে।

মো. সামসুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা আজ নারায়ণগঞ্জ সদর থানায় এসেছিলাম দিগু বাবুর বাজারের মালিক সমিতির সাথে বসতে। আমরা তাদের সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে আলোচনা করেছি। মাংস-ডিমসহ নানান দ্রব্য কেনো বাড়ে, এটা নিয়ে সমাধান কি সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। মুরগিতে ওজনে কম দেয়া হয়, এর সমাধান কি সেই বিষয়েও কথা বলেছি। আমরা ওসি স্যারের মাধ্যমে তাদের সাথে আমরা একটা কমিটি গঠন করেছি। যেখানে আমাদের আইডী কার্ড থাকবে, আমরা মাসে একবার তাদের সাথে বসবো এবং বিভিন্ন সময় আমরা বাজার মনিটরিং করবো মূল্য ঠিক আছে কিনা, ওজনে কম দিচ্ছে কিনা। মালিক সমিতি আমাদের আশ্বস্ত করেছে তারা আমাদের সাথে থাকবে।

RSS
Follow by Email