বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
Led05আদালত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ও সিদ্ধিরগঞ্জে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য সংরক্ষণ ও মূল্য তালিকা না রাখায় তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। তিনি জানান, কৃষি বিপণন আইন এর ধারা অনুযায়ী মেসার্স মা কালী ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের হাজী আহসান উল্লাহ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে দুলাল স্টোরকে ৩ হাজার ও হোসেন এন্ড টি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

হৃদয় রঞ্জন বনিক জানান, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুলাল ষ্টোরকে ৩ হাজার এবং হোসেন এন্ড টি ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

RSS
Follow by Email