দ্বিগুবাবুর বাজারে ২ দোকান থেকে ১৪৫ কেজি পলিথিন ব্যাগ জব্দ
লাইভ নারায়ণগঞ্জ: পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে নগরীর দ্বিগু বাবুর বাজারে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার তানিয়া আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র পরিদর্শক টিটু বড়ুয়াসহ জেলা পুলিশের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
দ্বিগুবাবুর বাজারে অভিযান পরিচালনার সময়ে ২টি দোকান থেকে ১৪৫ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। সেই সাথে দোকান মালিকদের ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র উপ পরিচালক এ এইচ এম রাসেদ লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দ্বিগুবাবুর বাজারে মেসার্স এলভি ট্রেডাস নামের প্রতিষ্ঠান থেকে ১২৬ কেজি পলিথিন ব্যাগ ও মেসার্স ফাতেমা স্টোর থেকে ১৯ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়। দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।