দৈনিক সচেতন’র ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
লাইভ নারায়ণগঞ্জ: নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে দৈনিক সচেতন পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২২মার্চ) শহরের গলাচিপা ২৮ কলেজ রোড দৈনিক সচেতন ভবন কার্যালয়ে, ইফতার মাহফিল দোয়া, আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত প্রতিষ্ঠা বার্ষিকী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সচেতন এর প্রকাশক ও সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী মো. ইসলাম মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড: সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা আইনজিবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক এস.এম আসলাম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি এড: রাকিবুর রহমান সাগর,নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু, দৈনিক সচেতনের ব্যবস্থাপনা সম্পাদক শেখ ইব্রাহীম হাসান।অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, পত্রিকায় কর্মরত সাংবাদিক মো. জসীম উদ্দিন, এম আখতার হোসেন, মো. মোস্তফা কামাল, ফটো সাংবাদিক মো. মোক্তার হোসেন, মো. রাকিবুল ইসলাম রকি, মো. আনোয়ার হোসেন, সুমি আক্তার, নিশী আক্তার, কাজী মাঙ্গনুদ্দিন, অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কাজী আফজাল খান।
পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক হিসাবে অগ্রযাত্রা শুরু করলেও অল্প সময়ের মধ্যে দৈনিক হিসাবে প্রকাশ হতে থাকে। ২৬ বছরে পত্রিকাটি প্রাচ্যের ড্যান্ডি খাত নারায়ণগঞ্জের তৃণমূল থেকে শুরু করে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হৃদয়ে স্থান করে নেয়।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় সম্পাদক ও রির্পোটারদের এক শ্রেণীর অসৎ ও সমাজ বিরোধীদের নানা ষড়যন্ত্রে পড়তে হয়। প্রকাশিত সংবাদের জের ধরে সাংবাদিকদের নানা হুমকি-ধুমকির শিকার হতে হয়। তারপরও সচেতন সাহসী ভূমিকা নিয়ে সমাজের ও রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে।
২৬ বছর পদাপর্নে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব কাজী মোঃ ইসলাম মিয়া বলেন, আমি এর পূর্বে দৈনিক নীর বাংলা সম্পাদনা করতাম, সেখান থেকেই পত্রিকার লাইনে আসা। দৈনিক সচেতন কে আমি নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ পত্রিকায় রূপান্তরিত করতে চাই।
সচেতনের অগ্রগতীতে আমি নারায়ণগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা চাই। পত্রিকাটির অগ্রগতীতে যত ষড়যন্ত্র বা বাঁধা আসুক না কেন, আমি একটুও পিছপা হবো না। কারণ আমার পাশে রয়েছে দেশপ্রেমিক এক ঝাক কলম সৈনিক।