বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
Led02গণমাধ্যম

দৈনিক বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা রনি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা

লাইভ নারায়ণগঞ্জ: সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে পথচলার চতুর্থ বছরে পা রাখল ‘দৈনিক বাংলা’ পত্রিকা। এই উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা দৈনিক বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে দৈনিক বাংলার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম বলেন, “দৈনিক বাংলা আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ ও পাঠকের চাহিদা পূরণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। নারায়ণগঞ্জের যানজটসহ নানা জনদুর্ভোগ নিরসনে এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে সংবাদ প্রকাশ অব্যাহত থাকবে।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, দৈনিক বাংলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পত্রিকাটি আরও এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন বলেন, “দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে এই প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। আগামীর পথচলা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক তমিজ উদ্দিন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফ হোসাইন কনক, দৈনিক বাংলার ফটো সাংবাদিক পাপ্পা ভট্টাচার্য, প্রেস ক্লাবের সদস্য প্রণব কৃষ্ণ রয় প্রমুখ।

RSS
Follow by Email