দৈনিক খবরের পাতা সম্পাদক মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ
লাইভ নারায়ণগঞ্জ: দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক , বিশিষ্ট আইনজীবী ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুমের ৬৮তম জন্মবার্ষিকী আজ।
১৯৫৮ সালের ২১ জুলাই তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দরের মাহমুদনগরে জন্মগ্রহণ করেন।তার পিতা মরহুম আবু বকর সিদ্দিক নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে দুই মেয়ে ও এক ছেলে এবং স্ত্রী নিয়ে শহরের ৫, আলম খান লেনস্থ নিজ বাসভবনে বসবাস করছেন।অ্যাড. মাহবুবুর রহমান মাসুম দীর্ঘ ৪২ বৎসর সাংবাদিকতার, ৩৩ বছর যাবৎ নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক তৎপরবর্তী দৈনিক খবরের পাতা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা, দৈনিক আজকের কাগজ ও দৈনিক ভোরের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ২০০২-২০০৪, ২০১৬-১৮, ২০১৮-২০ কার্যবৎসরে তিনবার সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।অ্যাড. মাহবুবুর রহমান মাসুম একজন সিনিয়র আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনা করছেন। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কুল জীবন থেকে স্কাউটে যুক্ত হয়ে আন্দোলনকে ব্যাগবান করে যাচ্ছেন এবং ১৯৮৬ সালে স্থানীয় স্কাউটের সম্পাদক এবং ৯ বৎসর উপজেলা স্কাউটের কমিশনার পদে দায়িত্ব পালন করেছেন।তিনি জেলা স্কাউটের সহসভাপতি এবং ঢাকা আঞ্চলিক ডিআরসি পদে দায়িত্ব পালন করেছেন।মাহবুবুর রহমান মাসুম ১৯৭৯ সালে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করার পর ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। তিনি ছাত্রজীবন থেকেই তুখোর ছাত্রনেতা ছিলেন এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি খেলাধুলায় ও শিক্ষা ক্ষেত্রেও তার প্রবল বিচরণ ছিল। তিনি একেধারে ১৬ বৎসর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। জেলার প্রথম বিভাগ ফুটবল লীগের অন্যতম ফুটবল দল নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সভাপতি ও নারায়ণগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য ও কলেজ শাখার অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি নারায়ণগঞ্জ জেলা বাস্তবায়ন কমিটির আহ্ধসঢ়;বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় দক্ষিণের সমন্বয়কারী হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি আমরা নারায়ণগঞ্জবাসীর প্রধান উপদেষ্টা,নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের সিনিয়র সহসভাপতি,সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম- আহ্বায়ক ও নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে সন্ত্রাসমুক্ত,হকারমুক্ত,যানজটমুক্ত সুন্দর ও সহনীয় নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।বর্তমানে তিনি আইন কলেজের পরিচালনা পরিষদের সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন।
তিনি তার জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।