মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led03জেলাজুড়েরাজনীতি

দেড় হাজার বন্যার্তদের পাশে রনি ‘তারেক রহমানের আহ্বানে আছি’

লাইভ নারায়ণগঞ্জ: ফেনীর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে দেড় হাজার পরিবারের মাঝে ওই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। তারেক রহমানের পক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে জেলা যুবদল ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করেন।

সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বন্যার্ত পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমার বসতঘরে হাঁটু পরিমাণ পানি। ফলে খাবার নিয়ে খুব কষ্ট ছিলাম। আজ আমরা ত্রাণ সামগ্রী পেলাম। সাহায্য পেয়ে ভালো লাগছে।’

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানায়, আমরা এখনো ফেনীতেই আছি। বন্যার্তদের সহযোগীতায় কাজ করছি। ‘তারেক রহমানের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। ইতিমধ্যেই কয়েক দফায় দেড় হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে এই ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা নুরে ইয়াছিন নোবেল, মশিউর রহমান শান্ত, জহিরুল ইসলাম জহির, কায়েস আহমেদ পল্লব, মনির হোসেন মুরাদ হাসান শরিফ হোসেন মানিক।

RSS
Follow by Email