শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
আড়াইহাজারজেলাজুড়ে

দেহ তল্লাসীতে ১৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে দেহ তল্লাসী করে ১৭ কেজি গাজা উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় অভিযুক্ত ৩ যুবকে আটক করা হয়।

রবিবার (৩ মার্চ) রাতে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার টানুয়াপাড়া নয়াদিল এলাকার মনা মিয়ার ছেলে রাসেল (২৮), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার জোরখালী এলাকার আলী হোসেনের ছেলে সজিব হোসেন মোল্লা (২৬) এবং যশোর জেলার চৌগাছা থানার বড় নিয়ামতপুর এলাকার শুকুর মোল্লার ছেলে তাইজুল ইসলাম (২৫)।

র‌্যাব গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক ভাবে আটককৃত তিন ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদেরকে আটক করে দেহ তল্লাসী করলে সাথে থাকা ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা গাঁজা গুরো আড়াইহাজার হয়ে নরসিংদীতে নিয়ে যাওয়ার জন্য এনেছে বলে গ্রেফতারকৃতরা স্বীকার করেন। এই ব্যাপারে র‌্যাব-১১ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাৎ হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানউল্লাহ গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামিদের সোমবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email