শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led05রাজনীতি

দেশ কি নতুন এক স্বৈরতান্ত্রিক পথে হাটছে?: সিপিবি

লাইভ নারায়ণগঞ্জ: গণতন্ত্র জাগরন যাত্রা কর্মসূচি উপলক্ষে পথ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে ইসদাইর বাজার থেকে শুরু হয়ে পথে পথে সমাবেশ করে দলের ফতুল্লা কমিটি।

এসময় কর্মসূচিতে ফতুল্লা থানা সিপিবির সভাপতি রনজিত কুমার দাস সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, ইকবাল হোসেন, সুজয় রায় চৌধুরী বিকু, জেলা কমিটির সদস্য এম, এ, শাহীন, নুরুল ইসলাম, থানা সদস্য আলমগীর হোসেন, আমজাদ হোসেন, শাখা সদস্য সুনীল কৃষ্ণ মাঝি প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, দেশে বাজার সিন্ডিকেটের অবাধ লুটপাট চলছে, লাগামহীনভাবে দ্রব্যমূল্য বাড়ছে; সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন জেলায় অসংখ্য স্থাপনায় হামলা ও ভাংচুর হয়েছে, বিভিন্ন জেলায় প্রতিমা ভাংচুর হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় এবং পাহাড়ি উআদিবাসীদের ওপর নানা প্রকার সাম্প্রদায়িক হামলা ও অত্যাচার করা হয়েছে। বেশ কয়েকজন পাহাড়ি ছাত্রকে হত্যা করা হয়েছে। মজুরি চাইতে গিয়ে শ্রমিকরা গুলি খেয়েছে। ইতিমধ্যে ৪ জন গার্মেন্ট শ্রমিককে হত্যা করা হয়েছে। এর বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা সরকার নেয়নি। হাট-ঘাট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে দখলদারিত্ব, অগ্নি সংযোগ ও নীরব চাঁদাবাজী চলছে। স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাদের ওপর এখনো হামলা করা হচ্ছে, পদ থেকে সরে যাবার জন্য হুমকি দেয়া হচ্ছে। অন্যদিকে শ্রমিকরা তাদের ন্যায়সংগত দাবি নিয়ে কথা বলতে ভয় পাচ্ছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার বাস্তবায়ন কিভাবে হবে? আমরা চাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্খার পূর্ণ বাস্তবায়ন হোক। দেশ কি নতুন করে অন্য এক স্বৈরতান্ত্রিক পথে হাটছে? আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নের সংগ্রামে মাঠে আছি। আমরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর আন্দোলন সমর্থন করি। কমিউনিস্ট পার্টি এই আন্দোলনে আছে। দাবি না মানলে ১৭ নভেম্বর হরতালে অংশ নেব।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা জুলাই-আগষ্ট হত্যকান্ডের বিচার চাই। গণঅভ্যুত্থানে নিহত, আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসা চাই। জনজীবনের নিরাপত্তা চাই। সাইবার নিরাপত্তা আইনসহ সকল কালো আইন বাতিল চাই। শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার চাই। শ্রমিক হত্যার বিচার চাই। রাষ্ট্রীয় সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চাই।

RSS
Follow by Email