শনিবার, মার্চ ১৫, ২০২৫
সদর

দেশের মানুষ ভালো নেতার নেতৃত্ব দেখতে চায়: অধ্যাপক নাছির

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে, নগর সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) নগরীর একটি রেস্তোরায় ওই সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষফ ফোরাম-এর কেন্দ্রীয় কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন ।

সম্মেলনে প্রধান অতিথি ২০২৪ সেশনে কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫- সেশনের জন্য কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি মুহাম্মাদ আলতাফ হোসেন গাজী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আমীর হোসেন।

প্রধান অতিথি অধ্যাপক নাছির উদ্দীন বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-উলামা এবং যুব সমাজ শিক্ষক সমাজ । জুলাই-আগস্ট অভ্যুত্থানে শিক্ষক সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। দেড় হাজারের অধিক নিহত এবং ৩০ হাজারের অধিক আহত ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাসের। জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। বলিষ্ঠ নেতৃত্বে হাজার আলেম সমাজ, ছাত্রসহ সবস্তরের মানুষ অংশগ্ৰহণ করেছিলেন। এ দেশের মানুষ ভালো নেতার নেতৃত্ব দেখতে চায়। তরুন শিক্ষকদের মাধ্যমে সমাজ গঠন করতে চায়। এজন্য যুব সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

প্রধান বক্তা জাতীয় শিক্ষক ফোরাম এর সহ-সভাপতি এ. বি. এম জাকারিয়া বলেন, ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ গড়তে,বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করতে শিক্ষল সমাজের বিকল্প নাই,শিক্ষক রা জাগ্রত হলেই জাগ্রত হবে বাংলাদেশ, তাই শিক্ষক ভাইয়েরা আসুন আগামী নির্বাচনে পীর সাহেব চরমোনাই এর হাত কে শক্তিশালী করতে এখন থেকে মাঠে ময়দানে ঝাপিয়ে পড়ি,কাজ শুরু করি ইনশাআল্লাহ।

নগর সভাপতি হাফেজ মুহাম্মাদ আলতাফ হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আমীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদ।

সভাপতি মুহাম্মাদ গাজী আলতাফ হোসেন বলেন,আজকে যারা উপস্থিত হয়ে নগর সম্মেলনকে সফল করেছেন, সকলকে মোবারকবাদ জানাই,আগামীতে ইসলাম দেশ ও মানবতার জন্য কল্যাণ রাষ্ট্র গঠনে ভুমিকা রাখবেন এই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক রাজনৈতিক ব্যক্তিবর্গ।

RSS
Follow by Email