দেশবান্ধব কান্ডারীদের ক্ষমতায় দেখতে চায় জনগণ: মুফতি মাসুম বিল্লাহ
লাইভ নারায়ণগঞ্জ: দেশের সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগায় এমন নেতাদেরকেই জনগণ আগামীতে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। রবিবার (২ নভেম্বর) বাদ মাগরিব ওয়ার্ড কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আগামী দিনে দেশের কান্ডারীদেরকে ক্ষমতায় বসাবে জনগণ। যারা দেশ ও দশের কথা চিন্তা করে রাজনীতি করে।”
তিনি বিদেশে অর্থ পাচারের ইঙ্গিত করে বলেন, “যারা রাষ্ট্রের টাকায় বিদেশে বাড়ী বানায় না। দেশের সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগায়, তাদেরকে দেখতে চায় আগামীর রাষ্ট্রনায়ক। তারাই হবে দেশবান্ধব রাষ্ট্রপ্রধান।”
উক্ত সভায় সাইফুল ইসলাম বাবুকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবং মাও. মাসুদুল করীমকে সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সংখ্যালঘু সম্পাদক আবুল হাসেম, নগর সহ-অর্থ সম্পাদক মুহা. আ. হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
