দেলোয়ার চেয়ারম্যান ৪ দিনের রিমাণ্ডে
লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানকে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে রিমাণ্ড শুনানি অনুষ্ঠিত হয়। তথ্যটি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) কাইউম খান।
তিনি জানান, সদর থানার আবুল হাসান স্বজন হত্যা মামলায় দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে দশদিনের রিমাণ্ড আবেদন করা হয়েছিল। তবে আদালত ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।