রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04নারী ও শিশুফতুল্লা

দেওভোগে ধর্ষণের অভিযুক্ত পলাতক আসামী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ধর্ষণের অভিযুক্ত পলাতক আসামী ২৮ বছর বয়সী নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১১ এর কার্যালয় থেকে বৃহস্পতিবার রাতে প্রেরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত নূরে আলম ফতুল্লার কাশিপুরের আমান কাজীর বাড়ীর ভাড়াটিয়া আসাদ মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গ্রেপ্তারকৃত নূরে আলম ও তার সহযোগীরা মিলে এক নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করলে নূরে আলম আত্মগোপনে চলে যায়। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। গোপন সংবাদের ভিত্তিতে ৩ আগস্ট দেওভোগ এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক কাজী শাহাবুদ্দিন আহম্মেদ জানান, সামী নূর আলমকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email