শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
Led02ধর্ম

দেওভোগে জগদ্ধাত্রী পূজা: কুমারী রূপে রাজশ্রী

লাইভ নারায়ণগঞ্জ: ঐতিহ্যবাহী ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ রামসীতা বিগ্রহ মন্দির (নাট মন্দির প্রাঙ্গণ)-এ শুরু হয়েছে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা। এবার নিয়ে পঞ্চমবারের মতো এই উৎসবের আয়োজন করেছে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন কমিটি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পূজা চলছে।

পূজার অন্যতম আকর্ষণ ছিল মধ্যাহ্নকালীন পূজা পর্বে অনুষ্ঠিত শ্রীশ্রী কুমারী মায়ের পূজা। এবার কুমারীর আসনে বসেছিল সাত বছর বয়সী রাজশ্রী ভট্টাচার্য্য। রাজশ্রী দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের মেয়ে। সে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। দেবী রূপে কুমারী রাজশ্রীকে দর্শন ও পূজা দিতে মন্দির প্রাঙ্গণে বিপুল ভক্ত সমাগম ঘটে। এ সময় পুরোহিতের পূণাঙ্গ দায়িত্ব পালন করেন রতন চক্রবর্তী।

পূজা উদযাপন কমিটি জানায়, বৃহস্পতিবার সকাল ৭টায় গুরুপূজার মাধ্যমে দিনের সূচনা হয়। সকাল ৮টায় মায়ের পূজা আরম্ভ হয় এবং বেলা ১১টা ৩০ মিনিটে আরতি শেষে দুপুর ১২টায় পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নকালীন পূজা আরম্ভ হয় ১২টা ৩০ মিনিটে এবং দুপুর ২টায় ছিল কুমারী মায়ের পূজা। বিকেল ৪টা ৩০ মিনিটে আরতি হয় এবং বিকেল ৫টায় ছিল পুষ্পাঞ্জলি। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে মায়ের সায়ংকালীন পূজা আরম্ভ হয়।

আজ রাতের কর্মসূচি: রাত ৯টায় আরতি, রাত ৯টা ৩০ মিনিটে হোম যজ্ঞ এবং রাত ১০টা ৩০ মিনিটে শেষবারের মতো পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হবে।

পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে, যাতে মায়ের আশীষে সকলের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে।

পূজা কমিটির দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ০১ মিনিটে সন্ধ্যা আরতির পর রাত ৮টায় মায়ের নিরঞ্জন অনুষ্ঠিত হবে।

RSS
Follow by Email