বুধবার, মার্চ ১৯, ২০২৫
Led03জেলাজুড়ে

দৃষ্টিনন্দন-পরিবেশবান্ধব নগরী গড়তে ‘গ্রিন অ্যান্ড ক্লিন না.গঞ্জ’ কর্মসূচি অব্যাহত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন করে দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব নগরী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

আজকের অভিযানে চাষাড়া ডাক বাংলোর মোড় থেকে শুরু করে জামতলা, অক্টোবর অফিস, আদর্শ স্কুল, জাতীয় ঈদগাহ, গভ: গার্লস, মাসদাইর কবরস্থান, গাবতলী ও পুলিশ লাইন্স পর্যন্ত সড়কের উভয় পাশে অবৈধভাবে স্থাপন করা প্রায় ৪ ট্রাক ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, শহরের সৌন্দর্যবর্ধন এবং নাগরিকদের জন্য পরিচ্ছন্ন ও সবুজ নগরী নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় শহরের অবৈধ দখলদারিত্ব রোধ, সৌন্দর্যবর্ধন এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আরও নানা উদ্যোগ গ্রহণ করা হবে।

RSS
Follow by Email