বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led05ধর্ম

দূর্গা পূজায় রোটারী ক্লাব অফ আবাবিলের কাপড় বিতরন

লাইভ নারায়ণগঞ্জ: হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে রোটারী ক্লাব অফ আবাবিল নারায়ণগঞ্জের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কাপড় বিতরন করা হয়।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে কাপড় বিতরন কার্যক্রম চলে।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান এডভোকেট মো. মোশাররাফ হোসেন মিটু , সেক্রেটারী অপু দে , প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান পুলক চৌধুরী, পিপি মো. বাশার ফকির, পিপি বিশ্বজিত পাল , রোটারীয়ান তাপস রুদ্র, রোটারীয়ান দিপংকর সাহা, রোটারীয়ান উজ্জ্বল মিয়া, রোটারীয়ান মিতু আক্তার এবং বলদেব জিউর মন্দির, নিতাইগঞ্জ এর সাধারণ সম্পাদক বাবু প্রবাস সাহা।

RSS
Follow by Email