শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
Led03রাজনীতি

দূরদর্শী নেতৃত্বের পুরস্কার: যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে না.গঞ্জের সাকিব-ইফতি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের যুব রাজনীতিতে কঠোরতা, দূরদর্শিতা এবং একইসাথে মানবিকতার স্বাক্ষর রেখে আসা যুবনেতা সাকিব হোসেন হৃদয় বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান করে নিয়েছেন। জেলার সাংগঠনিক কার্যক্রমে অভূতপূর্ব গতি আনার ফলস্বরূপ তাঁকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়েছে। তাঁর সঙ্গে কো-অপ্ট হয়ে কেন্দ্রীয় নেতৃত্বে এসেছেন জেলা শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতিও।

শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জের এই দুই নেতার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, এই অন্তর্ভুক্তি নারায়ণগঞ্জ জেলা যুব ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

মাঠের আন্দোলনে নারায়ণগঞ্জ যুব ফেডারেশনের নেতৃত্ব দিয়ে আসা জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় কেন্দ্রীয় কমিটিতে তার অন্তর্ভুক্তিকে দায়িত্বের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তিনি বলেন, “এই অন্তর্ভুক্তি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমরা যুব সমাজের সংগঠন হিসেবে মাঠের আন্দোলন ও সাংগঠনিক বিস্তারে নতুন উদ্যমে কাজ করবো। নারায়ণগঞ্জের কঠোর ও মানবিক নেতৃত্বকে কেন্দ্রীয় পর্যায় থেকে আরও প্রসারিত করার সুযোগ এসেছে।”

অন্যদিকে, সাকিবের বিশ্বস্ত সঙ্গী এবং জেলার সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতিও কেন্দ্রীয় কমিটিতে সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “কেন্দ্রীয় পর্যায়ে কাজ করার সুযোগ আমাদের জন্য এক নতুন দায়িত্ব। আমরা শুধুমাত্র নারায়ণগঞ্জ নয়, সারা দেশে সংগঠনকে আরও প্রসারিত করতে কাজ চালিয়ে যাবো। সাকিবের নেতৃত্বে আমাদের জেলার এই সাফল্য কেন্দ্রীয় কাজে প্রেরণা যোগাবে।”

পর্যবেক্ষক মহল মনে করছে, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সাকিব হোসেন হৃদয়ের নেতৃত্বে যে গতি এসেছিল, এবার কেন্দ্রীয় কমিটিতে তার ও ইফতির অন্তর্ভুক্তি যুব ফেডারেশনের আগামী দিনের জাতীয় কর্মসূচিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

RSS
Follow by Email