সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতি

দুষ্কৃতিকারীদের তারেক রহমানের নির্দেশনায় প্রতিহত করব: এড. সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে, ছাত্র-জনতার আন্দোলন কে সাবেক সরকারি দলের মদদে ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা তাদের প্রতিহত করব।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপি ডাকা সমাবেশে যাওয়ার পূর্বে বলেন তিনি।

 

এডভোকেট সাখাওয়াত আরো বলেন, আমরা নারায়ণগঞ্জ থেকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা শোনার জন্য ঢাকায় যাচ্ছি। দেশের মানুষের জানমালের রক্ষা, দেশে যাতে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়, দুষ্কৃতিকারীরা যে অপকর্ম করছে তা কিভাবে প্রতিহত করা যায় সেই জন্য আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিবেন। বাংলাদেশ একটি চিরন্তন সাম্প্রদায়িক দেশ। এদেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সংখ্যালঘু সহ সকল নাগরিক যাতে শান্তিতে থাকতে পারে, গণতন্ত্রের সুবাতাস যাতে সকলেই সমানভাবে পায় সে নির্দেশনা পেতেই আমরা ঢাকায় যাচ্ছি।

 

প্রসঙ্গত, বুধবার দুপুর আড়াইটা থেকে পল্টনে সমাবেশ শুরু হয়৷ এতে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতা নেতাকর্মীরা যোগদান করেন। নারায়ণগঞ্জ থেকে হাজারো নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

RSS
Follow by Email