শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02জেলাজুড়ে

দুর্বৃত্তদের দেওয়া আগুনে রিকশা চালক দগ্ধ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ভাইয়ের বাসায় আসার পথে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক ব্যাক্তি দগ্ধ হয়েছেন। শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ওই ঘটনা ঘটে।

দগ্ধ ব্যাক্তির নাম আব্দুল জব্বার (৪০)। সে পেশায় রিকশাচালক। দগ্ধ অবস্থায় জব্বারকে উদ্ধার করে রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ জব্বারের ছেলে ফরিদুল বলেন, আমার বাবা রামপুরা মোল্লাবাড়ি এলাকায় থাকেন। ওই এলাকায় রিকশা চালান পাঁচ মাস ধরে। আজ আমার চাচার বাসায় নারায়ণগঞ্জে যাওয়ার পথে অনাবিল গাড়িতে দগ্ধ হন তিনি। চিকিৎসক জানিয়েছেন বাবার দুই হাত, দুই পা ও শরীরে দগ্ধ হয়েছে।

RSS
Follow by Email