বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫
রাজনীতিসদর

দুর্গোৎসবে উপলক্ষে রোটারি ক্লাব ও আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের অনুদান

লাইভ নারায়ণগঞ্জ: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটি এবং আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান এবং অসহায় নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগের জান্নাত কনভেনশন হলে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে ১০টি পূজা মণ্ডপকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে, দেওভোগ ও আশপাশের এলাকার প্রায় এক হাজার নারী-পুরুষের মাঝে ১ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। তিনি এবং অন্যান্য অতিথিরা অনুদানের টাকার চেক ও বস্ত্রগুলো সুবিধাভোগীদের হাতে তুলে দেন।

রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মোঃ দিদার খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট কামরুল হাছান, এক্সিকিউটিভ সেক্রেটারি ইব্রাহিম রাজু, ইনকামিং প্রেসিডেন্ট ধনঞ্জয় গুহ জয়, সেক্রেটারি কাজী জসিমউদ্দিন শাহিন, কোষাধ্যক্ষ মুজিবুর রহমান মজিব, ফাষ্ট লেডি শাহিনা বেগম, রোটারিয়ান তৌফিক হাসান, জয়েন্ট সেক্রেটারি আবু ওমর সিদ্দিক নুর, রিশাদ হোসেন, ফরিদা আলম ও জুয়েল রানাসহ প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email