বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
ফতুল্লা

দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন ফতুল্লা থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা কমিটির সদস্যদের আশ্বস্ত করেন যে, প্রতিমা তৈরি থেকে শুরু করে পূজা উদযাপন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো প্রকার বাধা ছাড়াই তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেজন্য জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান এবং ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা। পুলিশের এই উদ্যোগকে স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যরা স্বাগত জানিয়েছেন।

RSS
Follow by Email