দুদকের গণশুনানি ৩ মার্চ: যে কোন অভিযোগ জানান ২ মার্চের মধ্যে
লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এক গণশুনানি অনুষ্ঠিত হবে। আগামী ৩ মার্চ জেলা শিল্পকলা একাডেমীতে সকাল ৯ টায় এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুদক জানায়, গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহিরুল হক। জনগণের হয়রানি দূর করতে ও আন্তরিকতা বৃদ্ধি করতে গণশুনানির আয়োজন করা হয়েছে।
সদর উপজেলায় অবস্থিত যে কোন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ বা হয়রানির শিকার হলে গণশুনানিতে অভিযোগ তুলতে পারবে জনসাধারণ বলে জানিয়েছে দুদক। গণশুনানিতে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার এর ব্যাপারে অভিযোগ করা যাবে। অভিযোগ দায়েরের জন্য ২ মার্চের মধ্যে নির্বাচিত মোবাইল ফোনে (০১৪০০০৬৯১২০, ০১৭৮৩৫৫৬৫৫১, ০১৭১২৭০১২০৭, ০১৯০৯৮৭৬০২৭), দুদক নারায়ণগঞ্জ অথবা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অস্থায়ী অভিযোগ গ্রহণ বুথে যোগাযোগ করতে পারবেন।