দুদকের অভিযান: ফতুল্লায় ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় ‘ফজর আলী ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং’ এ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) শিল্প প্রতিষ্ঠানটিতে তিতাস ‘গ্যাসের অবৈধ সংযোগ ব্যবহার করার’ অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের ২ সদস্যের দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানে দুদক দল ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে ও অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। সেই সাথে বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করে। এসময় প্রতিষ্ঠানটির মিটারে ইনলেট এবং আউটলেট ফ্ল্যাঞ্জের সিকিউরিটি সিল ভাঙা অবস্থায় দেখলে, দুদকের উপস্থিতিতে ‘তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি.’ এর কর্মকর্তারা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। পাশাপাশি অভিযানকালে শিল্প প্রতিষ্ঠানের কোনো পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায়নি।
অভিযান প্রসঙ্গে পরবর্তীতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় দুদকের দল।