বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04রাজনীতি

দীর্ঘ ৩ বছর পর সিদ্ধিরগঞ্জে নেতৃত্ব পেল ছাত্রদল

লাইভ নারায়ণগঞ্জ: আব্দুর কাদের জিলানী হিরাকে সভাপতি ও শাহাদাৎ হোসেন রনিকে সাধারণ সম্পাদক করে, দীর্ঘ ৩ বছর পর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) দুপুরে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর এবং সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে মো. আরিফ, সহ সভাপতি হিসেবে হাসিবুল হাসান আকাশ ও মো. সাজ্জাদ হোসেন (হৃদয়), সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে মো. আহসান হাবিব (তন্ময়), মো. আবির, মো. মাসুম হোসেন, মো. রাকিব হাসান (রিফাত), সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আশরাফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রুমেল হোসেন, মো. জাহিদুল ইসলাম জিহাদ এবং মো. হৃদয় ইসলাম রয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর জানান, আজ দুপুরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করে মহানগর ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৫ সেপ্টেম্বর ২০২০ সালে ২১ বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

RSS
Follow by Email