বৃহস্পতিবার, মে ১, ২০২৫
Led02জেলাজুড়ে

দীর্ঘ প্রতীক্ষার অবসান: নারায়ণগঞ্জে ফের সচল পাসপোর্ট অফিসের চাকা

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘ দশ মাস পর অবশেষে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম পূর্ণোদমে শুরু হতে যাচ্ছে। আগামী রবিবার থেকে সাইনবোর্ডের পুরনো ঠিকানায় পাসপোর্ট সেবা ফের পাওয়া যাবে। এর আগে, বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে পাসপোর্টের আবেদন গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে।

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেন এই সুখবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন থেকে নারায়ণগঞ্জের পাসপোর্টপ্রত্যাশীরা সরাসরি অফিসে এসে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন এবং ছবি ও বায়োমেট্রিক প্রদানের প্রক্রিয়াও সম্পন্ন করতে পারবেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ই জুলাই রাতে এক বেদনাদায়ক ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন ধরিয়ে দেয়। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে বিতরণের অপেক্ষায় থাকা প্রায় আট হাজার পাসপোর্ট পুড়ে ছাই হয়ে যায়। শুধু তাই নয়, পুরো অফিস ভবনটিই ধ্বংসস্তূপে পরিণত হয় এবং আগুন প্রায় পুরোটা দিন ধরে জ্বলতে থাকে। ঘটনার পূর্বে অফিসে লুটপাটও চালানো হয়েছিল বলে জানিয়েছিলেন তৎকালীন উপপরিচালক মাহমুদুল হাসান। এই অগ্নিকাণ্ডের ফলে ভবনের নিচতলা থেকে শুরু করে চতুর্থ তলার গুরুত্বপূর্ণ বায়ো এনরোলমেন্ট যন্ত্রপাতি, প্রশাসনিক বিভাগ, অফিসের সরঞ্জাম, জরুরি নথি, ফাইলপত্র এবং রেকর্ডরুমসহ সবকিছু ভস্মীভূত হয়।

এই ঘটনার কারণে নারায়ণগঞ্জের সাতটি উপজেলার (সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ, ফতুল্লা ও সদর) বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হন। পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য তাদের পার্শ্ববর্তী মুন্সীগঞ্জ ও নরসিংদীতে ছুটতে হয়েছে।

অবশেষে, ঘটনার ছয় মাস পর গণপূর্ত বিভাগ পাসপোর্ট অফিসটির সংস্কার কাজ শুরু করে। দীর্ঘ প্রতীক্ষার পর অফিসটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এখন তারা আবারও নিজেদের জেলাতেই পাসপোর্ট সংক্রান্ত সেবা সহজে গ্রহণ করতে পারবেন।

RSS
Follow by Email