রবিবার, নভেম্বর ৯, ২০২৫
Led03আদালতসদর

দিগুবাবুর বাজারে যৌথ অভিযানে পলিথিন জব্দ, কারাদণ্ডের হুঁশিয়ারি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের পাইকারি বাজার দিগুবাবুর বাজারে এক যৌথ অভিযানে নামহীন দুই দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে পরিচালিত এই অভিযানে প্রায় ৯০০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং দোকান দুইটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, পরিবেশের ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতেই তারা এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, এখানে প্রাথমিকভাবে সতর্কতামূলক দুই দোকানে ৯০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে এবং ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যদি তারা পরবর্তীতে এই পলিথিন বিক্রি বন্ধ না করে, তাহলে জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হবে।”

র‍্যাব-১১ এর সিপিসি-১ আল মাসুদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানকে ১০ হাজার টাকা এবং অপর একটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান আরও বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধ করতে হবে। তিনি মনে করেন, এই ধরনের ক্ষতিকারক পণ্যের ব্যবহার শুধুমাত্র অভিযানের মাধ্যমে করা সম্ভব নয়, সকল নাগরিকের সচেতনতা সৃষ্টি হলেই পলিথিন ব্যবহার বন্ধ করা সম্ভব।

তিনি জানান, আশেপাশের অন্যান্য দোকানগুলোতেও সতর্কতামূলক বার্তা জানিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ এই ধরনের পলিথিন ব্যবহার না করে।

RSS
Follow by Email