রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05জেলাজুড়েসদরস্বাস্থ্য

দালাল দিয়ে টেস্ট বাণিজ্যের অভিযোগ: নোভা ডায়াগনস্টিকে দুদকের অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর নোভা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১২ জুন) দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচলনা করেন দুদকের নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মঈনুল হাসান রওশনী।

অভিযানের সময় ডায়াগনস্টিক সেন্টারে দালালদের মাধ্যমে ডাক্তারের টেস্ট বাণিজ্যের প্রথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচলাক মঈনুল হাসান রওশনী।

তিনি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেওয়া বিভিন্ন অভিযোগের জন্য আমরা কাজ করছি। ৬ জুন দুদকের গণশুনানিতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অব্যবস্থাপনা, দালালদের মাধ্যমে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ডাক্তারদের টেষ্ট বাণিজ্যসহ নানা অভিযোগ উত্থাপিত হয়। গনশুনানিতে নোভা ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তার অলক কুমার সাহার বিরুদ্ধে অভিযোগ উঠে। তখন গনশুনানিতে উপস্থিত প্রধান অতিথি দুদকের মাননীয় কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক স্যার বিষয়টি খতিয়ে দেখার কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষে বুধবার নোভা ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছিলাম তথ্য সংগ্রহের জন্য। সেখানে আমরা চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর সাথে কথা বলে জানতে পারি, ৩০০ শয্যা হাসপাতালে কয়েকজন লোক তাদের এখানে টেস্ট করাতে আসতে বলেছেন। অভিযানের সময় নোভা ডায়াগনস্টিক সেন্টারে কমিশনের ভিত্তিতে ডাক্তার অলক কুমার সাহা রোগী পাঠানোর প্রাথমিক সত্যতা
পাওয়া গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেলেও আমরা সব তথ্য নিয়ে তদন্ত করছি। এব্যাপারে কেউ দোষী সাব্যস্ত তা আমরা দুদকের হেড কোয়ার্টারে জানাবো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।

RSS
Follow by Email