দাঁড়ি পাল্লার জোয়ার শুরু হয়েছে: আবদুল জব্বার
লাইভ নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার আলীরটেক ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। জনগণের দ্বারে দ্বারে গিয়ে তিনি পরিবর্তনের বার্তা পৌঁছে দেন এবং জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের আশ্বাস দেন।
২১ নভেম্বর (শুক্রবার) সকাল থেকে শুরু হওয়া গণসংযোগটি আলীরটেক ইউনিয়নের, কুরেরপাড়, সবুজ নগর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রদক্ষিণ করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি এক প্রকার জনসমাবেশে পরিণত হয়। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ মাওলানা আবদুল জব্বারকে শুভেচ্ছা জানান।
শাহ আলী বাজারে গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য রাখেন মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি বলেন, আজ দাঁড়ি পাল্লার জোয়ার শুরু হয়েছে, ”আলীরটেক ইউনিয়নের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জামায়াত ইসলামী আপনাদের কাছে এসেছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ যে বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছেন, দাঁড়ি পাল্লার এই জোয়ার আপনাদের প্রার্থীকে নির্বাচিত করে তার অবসান ঘটাবে। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ ।
এসময় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে ও মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, থানা আমীর খলিলুর রহমান টিটুর উপস্থিততে এই গণসংযোগে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ গণসংযোগে উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে জনগণের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
