দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
মাদক কারবারের সাথে জড়িত থাকায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক যুবককেগ্রেফতার করা হয়েছে। এই সময় তার থেকে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত যুবকের নাম জিহাদুল ইসলাম (২০)। সে কক্সবাজার টেকনাফের, বর্তমান সিদ্ধিরগঞ্জের পাইনাদি বসবাস করে। ৯ ডিসেম্বর রাতে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।
পুলিশ থেকে জানানো হয়, থানার নবাগত অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক এর দিক নিদের্শনায় এসআই মোঃ জাকিরুল ইসলাম, এসআই মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স সহ ৯ ডিসেম্বর রাত আনুমানিক ২১.২৫ টার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্ত্বরে মায়া টি-স্টোর এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা ১। জিহাদুল ইসলাম (২০), পিতা- জিয়াউর রহমান, মাতা-দেলোয়ারা বেগম, সাং- রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার, বর্তমান সাং- পাইনাদি নতুন মহল্লা পিএমএর মোড়, থানা- সিদ্ধিরগঞ্জ জানায়। এরপর জিহাদুল ইসলাম (২০) এর হেফাজত থেকে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
