মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led05রাজনীতি

দল-মত নির্বিশেষে জনগণ আমাদের কাছেই আসেন: সাবেক কাউন্সিলর বিন্নি

লাইভ নারায়ণগঞ্জ: সিটি কর্পোরেশনের ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি বলেন, সরকার যেটা ভালো বুঝেছে সেটাই করছে। তারা দেশ পরিচালনা করছে দেশের স্বার্থ তারা ভালো বুজবে। কিন্তু হঠাৎ করে অপসারণ করে দেওয়াটায় আমরা প্রস্তুত ছিলাম না।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কাউন্সিলরদের পূর্নবহল প্রসঙ্গে লাইভ নারায়ণগঞ্জকে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। এসময় বক্তব্য তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, এখনো অনেক মানুষের বিভিন্ন সনদ বা কাগজপত্রের জন্য আমাদের কাছে আসেন। আমাদের বলে দিতে হয় নগর ভবনে যেতে কর্মকর্তাদের সাথে কথা বলে সেখান থেকে সেবা নিতে। অনেকে আবার অভিযোগ ও করেছেন তারা সঠিকভাবে সেবা পাচ্ছেন না। আমরা কাউন্সিলররা তো একটা ওয়ার্ডের মানুষদের সাথে অতপ্রত ভাবে জড়িত, দল মত নির্বিশেষে তারা যে কোন দরকারে আমাদের কাছেই আসেন।

RSS
Follow by Email