সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Dis_leadসিদ্ধিরগঞ্জ

দড়ি দিয়ে খেলার সময় কিশোরের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় দড়ি দিয়ে খেলাধুলা করার সময় গলায় ফাঁস লেগে স্বাধীন নামের ১১বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত স্বাধীন নেত্রকোনার খালিয়াঝুরির কল্লানপুর এলাকার ফুয়াদের ছেলে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাউজিং এলাকার ৭ নম্বর রোডের জাহাঙ্গীর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

ওসি জানান, নিহত ওই কিশোরের বাবা রাজমিস্ত্রী এবং মা গৃহকর্মীর কাজ করতো। প্রতিদিনের ন্যায় ওই কিশোরকে তার নানির কাছে রেখে তারা কাজের উদ্দেশ্যে বাহিরে যান। পরবর্তীতে বিকেলের দিকে সে ঘরের দরজার আংটার সঙ্গে দড়ি নিয়ে একা খেলা করছিল। খেলার এক পর্যায়ে তার গলায় ভুলক্রমে ফাঁস লেগে ছটফট করতে থাকে। পাশের এক বাসা থেকে এ দৃশ্য দেখে দৌরে উদ্ধার করতে আসলে ততক্ষনে কিশোরটি মারা যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলে।

RSS
Follow by Email