থার্টিফার্স্ট নাইটে দুই গ্রুপের সংঘর্ষ, বছরের প্রথম দিনেই তরুণ নিহত
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইটের কনসার্টকে কেন্দ্র করে কিশোরদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে বউ বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় রক্তাক্ত জখম হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণের মৃত্যু হয়েছে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।
নিহত তরুণের নাম হৃদয় (২০)। সে পাগলা বউবাজার মাঠা পট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। এসময় আরও গুরুতর আহত হয়েছে সানি (২০) আপন (২১) রাব্বি (২৫)। তাদেরকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেল স্টেশন সংলগ্ন খেলার মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের লোকজন ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেন। উক্ত ডিজে পার্টি ও কনসার্ট পাশাপাশি দুইটি হওয়ায় গানের শব্দ নিয়ে উভয় গ্রুপে কথা কাটাকাটি একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের কয়েকজন রক্তাক্ত জখম হয়েছে। তাদের সবাইকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভতর্তি করা হয়। আর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়। আর ঘটনার পর পরই ঘটনাস্থলে ছুটে যায় নারায়ণগঞ্জের র্যাব-১১ এর সদস্য ও ফতুল্লাহ মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, থার্টিফাস্ট নাইটে পাশাপাশি দুই গ্রিপ ডিজে পাটির আয়োজন করে। আর কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।