বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04জেলাজুড়েরাজনীতিসদর

থানা-ফাঁড়ি থেকে লুট করা অস্ত্র ১০ আগস্টের মধ্যে জমা দেয়ার নির্দেশ

লাইভ নারায়ণগঞ্জ: কোটা সংস্কার আন্দোলনকে ঘিড়ে বিভিন্ন সময়ে থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট করা সকল অস্ত্র ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নিকটস্থ সোনাবাহিনীর ক্যাম্পে জমা দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ সময়ের মধ্যে যদি কেউ অস্ত্র জমা না দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়।

বুধবার (৭ আগস্ট) লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব-আল-রাব্বি ।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দিতে হবে, অন্যথায় অস্ত্র লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা এই বিষয়ে একটি প্রজ্ঞাপন দিয়েছি। পাশাপাশি সকল জায়গায় মসজিদের মাইকে এটা ঘোষণা দেওয়ার জন্যও পাঠিয়েছি।

RSS
Follow by Email