মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫
Led04জেলাজুড়ে

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইন এইড টু সিভিল পাওয়ারে থাকছে সেনাবাহিনী

লাইভ নারায়ণগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আট দিনব্যাপী নিরাপত্তা বাহিনীর মোতায়েনের প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, তারা প্রস্তাবটি যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে, ইসি সচিব নিশ্চিত করেছেন, দেশের প্রায় ছয় লাখ নিরাপত্তা কর্মীর পাশাপাশি সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার (বেসামরিক প্রশাসনের সহায়তায়) হিসেবেই দায়িত্ব পালন করবে।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার এবং সচিবালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসি সচিব আখতার হোসেন সংবাদকর্মীদের এ তথ্য জানান।

ইসি সচিব আখতার হোসেন বলেন, “অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সাধারণত পাঁচ দিনের জন্য মোতায়েন করা হলেও, এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাব এসেছে। প্রস্তাব অনুযায়ী, ভোটের আগের তিন দিন, ভোটের দিন এবং ভোটের পরের চার দিন নিরাপত্তা বলয় বজায় থাকবে। আমরা পরীক্ষা করে দেখব।”

তিনি আরও জানান, নির্বাচনে প্রায় ছয় লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে এক লাখ সেনা সদস্য এবং দেড় লাখ পুলিশ সদস্য থাকবেন, বাকিরা আনসারসহ অন্যান্য বাহিনী থেকে আসবেন। তিনি দৃঢ়ভাবে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনীর মোতায়েন ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর নীতিতেই হবে।

নির্বাচনী প্রচারণায় যেকোনো ধরনের ড্রোন ব্যবহার সাধারণের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে তা ব্যবহার করতে পারবেন।

এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের (নারায়ণগঞ্জ-১ থেকে নারায়ণগঞ্জ-৫) ভোটার সংখ্যা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষের একটি সামগ্রিক চিত্র চূড়ান্ত হয়েছে। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৫৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৩০২ জন এবং মহিলা ভোটার ১১ লাখ ১৩ হাজার ৫৫২ জন। এছাড়া, ৯ জন হিজড়া ভোটারও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৩টি এবং মোট ভোটকক্ষের সংখ্যা ৪ হাজার ৬৬৫টি। এই বিশাল সংখ্যক ভোটার ও ভোট ব্যবস্থাপনার জন্য আট দিনের নিরাপত্তা মোতায়েনের প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন জেলার সাধারণ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বজায় রাখা হবে।

RSS
Follow by Email