বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
Led03সোনারগাঁ

ত্রিপলের নিচে গোপন চালান, চেকপোস্টে ধরা পড়ল কাঠপাচার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে ফরেস্ট চেকপোস্টে নিয়মিত টহলের সময় একটি কাঠ বোঝাই ট্রাক আটক করেছে বন বিভাগ। বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্ট এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। ট্রাকটিতে আনুমানিক ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

বন বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুমিল্লামুখী ট্রাকটি চেকপোস্ট এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করছিল। থামিয়ে তল্লাশি চালালে দেখা যায়, ত্রিপল দিয়ে মোড়ানো কাঠের স্তূপ। কাঠ পরিবহনের পক্ষে চালক ও হেলপার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরবর্তীতে তারা ট্রাক ফেলে ঘটনাস্থল ত্যাগ করে।

সোনারগাঁ বন বিভাগের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, আটক ট্রাক ও কাঠ বন বিভাগের হেফাজতে রয়েছে। কাঠ পরিবহনের জন্য কোনো অনুমোদন পাওয়া যায়নি। বন আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

RSS
Follow by Email