ত্রান বিতরণে স্বেচ্ছাসেবক প্রয়োজন, আগ্রহীরা যোগাযোগ করুন
লাইভ নারায়ণগঞ্জ: ফেনী, কুমিল্লা, লক্ষীপুর, নোয়াখালী, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের সহযোগিতার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে সাহায্যের আহবান জানিয়েছে, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা।
অর্থ ও এই কার্যক্রমে স্বেচ্ছায় সেবা প্রাদানের জন্য আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা। এক্ষেত্রে, চাষাঢ়া শহীদ মিনারে অবস্থিত ছাত্র ফেডারেশনের অস্থায়ী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এবিষয়ে ফারহানা মানিক মুনা বলেন, আমরা গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ক্যাম্পেইন করছি বর্নার্তদের জন্য। ইতোমধ্যে নারায়ণগঞ্জবাসীর সারায় আমরা ছাত্র ফেডারেশন কৃতজ্ঞ। আমরা কুমিল্লা, চাঁদপুর, ফেনি, খাগড়াছড়িতে আমরা ইতোমধ্যে ত্রাণ পাঠিয়েছি। আজকেও আমাদের একটি টিম কুমিল্লা যাত্রা পথে আছে। শুক্রবার আমরা মনহোরগঞ্জের দিকে যাত্রা করবো। আমাদের সহযোগীতা শুধুই খাদ্য সহযোগিতা নয়, বন্যার পানি নেমে যাওয়ার পর যখন মানুষ দুযোর্গ পার করবে। আমরা সেই পর্যন্ত মানুষের পাশে থাকবো। আমাদের শহীদ মিনারে ক্যাম্প করেছি, এছাড়া আমাদের আরও ৪টি অস্থায়ী ক্যাম্প আছে। বন্দর ঘাট, নবীগঞ্জ ঘাট, বরফকল ঘাট, শেখ রাসেল পার্কে অস্থায়ী ক্যাম্প আছে। এছাড়া তোলারাম কলেজ, মহিলা কলেজ, কদম রসূল কলেজ ও নারায়ণগঞ্জ কলেজকে ত্রাণ উত্তোলন কার্যক্রম চলছে। ছাত্ররা এখানে সহযোগীতা করছে।
তিনি আরও বলেন, যদি কেউ সহযোগীতা করতে চান অর্থ, পোশাক, খাদ্য সামগ্রী কিংবা ওষধ দিয়ে সহযোগিতা করতে চান, তাহলে শহীদ মিনারে ক্যাম্পে চলে আসুন। যেহেতু আমরা বড় পরিসরে মানে পূর্ণবাসন পর্যন্ত কাজ করছি, এতে আমাদের অনেক ভলেন্টিয়ার প্রয়োজন আছে। ত্রাণ সংগ্রহ পাশাপশি বিভিন্ন কাজে দরকার আছে। ইতোমধ্যে যারা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমাদের আরও ভলেন্টিয়ার দরকার আছে, ছাত্র সমাজ দুর্যোগ কালিন সময়ে সব সময় এগিয়ে এসেছে। আপনারা যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী, তারা আমাদের ক্যাম্পে এসে যোগাযোগ করুন।
মুনা বলেন, প্রতি বছর বছর বন্যার নামে বাংলাদেশে একটি দুযোর্গ তৈরী হয়। বন্যা যখন বাংলাদেশে ভয়াবহ রূপ নেয়, তখন এর কারণ উদঘাটন করা উচিৎ যে, এটা কেনো হচ্ছে। আমাদের পার্শবর্তী দেশ নদী শাসনের এতো বেশী যে আমাদের এমন বন্যার পরিস্থিতির মর্ধে যেতে হয়। নতুন যে সরকার আসলো, এখন আমরা পুরাতন কোন কাঠামো ও পুরাতন কোন দুর্যোগের মধ্য দিয়ে যেতে চাই না। আমরা এই সকল দুর্যোগকে মোকালিলা করে, যত অমিমাংশিত চুক্তিকে মিমাংশিত করে, নদী শাসন বন্ধ, প্রতি বছরের পানি জুলুম বন্ধ করতে হবে, এবং বাংলাদেশের মানুষকে তার স্বাভাবিক জীবন যাপন করে দিতে হবে। আমরা এই রাজনৈতিক দুর্যোগের অবসান চাই।
এদিকে, বন্যার্তদের জন্য ত্রান সংগ্রহের জন্য ছাত্র ফেডারেশনের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহর জুড়ে কাজ করছেন অসংখ্য ছাত্র-ছাত্রী।