সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led02রাজনীতি

ত্যাগী-প্রবীণ নেতাদের খোঁজ নিচ্ছেন মামুন মাহমুদ ও মাসুদুজ্জামান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির দুঃসময়ের ত্যাগী ও প্রবীণ নেতাদের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এবং সাবেক যুবদল নেতা ও ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ। গত বছর গণঅভ্যুত্থানের পর অনেক ত্যাগী নেতা-কর্মী উপেক্ষিত হলেও এই দুজন রাজনৈতিকভাবে পরীক্ষিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন, যা নারায়ণগঞ্জে ‘বিএনপি পরিবার’ নামে পরিচিত।

গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের সময় নারায়ণগঞ্জে বিরোধী মতের নেতা-কর্মীরা মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছিলেন। এই সময়ে যেসব তৃণমূলের নেতা-কর্মী মাঠে সক্রিয় ছিলেন এবং অত্যাচার-নিপীড়ন সহ্য করেছেন, সরকার পতনের পর তাদের অনেকেই উপেক্ষিত রয়ে গেছেন। তবে অধ্যাপক মামুন মাহমুদ ও মাসুদুজ্জামান মাসুদ তাদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে থাকছেন।

অধ্যাপক মামুন মাহমুদ, যিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালীন গ্রেপ্তারও হয়েছিলেন, দলের প্রতি তার নিবেদনের কারণে বর্তমানে জেলা বিএনপির শীর্ষ পদে আছেন। অন্যদিকে, ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ একসময় যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং সবসময়ই নেতা-কর্মীদের অর্থসহিংসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি আন্দোলনকারীদের অর্থ সহযোগিতা করায় আওয়ামী লীগ সরকারের গোয়েন্দা সংস্থা তাকে ‘হিটলিস্টে’ রেখেছিল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির সুদিন এলেও এই দুই নেতা ত্যাগী নেতা-কর্মীদের কথা ভোলেননি। সম্প্রতি মাসুদুজ্জামান মাসুদ বিএনপির প্রবীণ নেতা জামাল উদ্দিন কালু, রাশিদা জামাল, প্রয়াত যুবদল নেতা মমিনুল্লাহ ডেভিডের বোন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানার মা, প্রয়াত সাবেক শহর বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলমের পরিবার এবং সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের ভাই বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

একইভাবে অধ্যাপক মামুন মাহমুদও বেশ কয়েকজন প্রয়াত নেতার পরিবারের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন। তিনি প্রয়াত জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম গাজী ইসমাইলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম প্রদান করেছেন।

তারা দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা দলের সংকটকালে নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাদের পরিবারকে সর্বোচ্চ সম্মান ও সহযোগিতা করার জন্য।

RSS
Follow by Email