বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led02আদালতজেলাজুড়েসদর

ত্বকী হত্যা মামলা: কাজল হাওলাদারের ১৬৪ ধারায় জবানবন্দি

লাইভ নারাণয়গঞ্জ: তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি রেকর্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আজ এই মামলার আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া এই মামলার আরও ২ আসামী সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে র‌্যাব। তবে আদালত শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

RSS
Follow by Email