শনিবার, নভেম্বর ১, ২০২৫
Led01Led02Led03জেলাজুড়ে

ত্বকী হত্যা: তদন্ত শেষ, শিগগিরই জমা হচ্ছে চার্জশিট

লাইভ নারায়ণগঞ্জ:‘তদন্ত শেষ হয়েছে। শিগগিরই চার্জশিট জমা দেয়া হবে।’ আলোচিত ত্বকী হত্যাকাণ্ড বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এমনটাই জানালেন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব-১১ একটি সংবাদ সম্মেলন চলাকালে ওই তথ্য জানা যায়।

এর আগে গত ১ অক্টোবর র‌্যাব-১১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সনদ বড়ুড়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্বকী হত্যা মামলায় আব্দুল্লাহ্ আল মামুন (৪০) নামে আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। পরবর্তীতে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

RSS
Follow by Email