বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
Led05সদর

ত্বকী হত্যার ১৫২ মাস: শনিবার নারায়ণগঞ্জ শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫২ মাস পূর্ণ হয়েছে। একসময়কার সরকারের নির্দেশে দীর্ঘ সাড়ে এগারো বছর বিচার প্রক্রিয়া বন্ধ থাকার পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার প্রক্রিয়া পুনরায় শুরু করেছে।

সম্প্রতি তদন্তকারী সংস্থা র‌্যাব জানিয়েছে, ত্বকী হত্যা মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং অচিরেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে। তবে ত্বকী সহ সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে বিচারকার্য শেষ করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

ত্বকীসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দেশে বিদ্যমান বৈষম্যমূলক বিচার ব্যবস্থার অবসানের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট একটি আলোক প্রজ্জ্বলন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিটি আগামী ৮ নভেম্বর, শনিবার সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

RSS
Follow by Email