বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led04জেলাজুড়েসদর

ত্বকী হত্যার ১৩০ মাস: সোমবার আলোকপ্রজ্বালন

লাইভ নারায়নগঞ্জ: তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩০ মাস উপলক্ষে আলোকপ্রজ্বালন আয়োজন করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে ওই কর্মসূচি পালন করা হবে।

শনিবার (৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রচার ও দপ্তর সম্পাদক অপার অরণ্যের পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৩০ মাস, সাথে সাথে একটি বিচারহীনতারও ১৩০ মাস। ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করা হয়। এর দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ হত্যার এক বছরের মধ্যেই তদন্তকারী সংস্থা র‌্যাব তদন্ত শেষ করে, হত্যার সকল রহস্য উন্মোচন করে সংবাদ সম্মেলন করে তা দেশবাসীকে জানিয়ে দেয়। অথচ ১৩০ মাস অতিবাহিত হলেও সরকারের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে অভিযোগপত্রটি আজো আদালতে পেশ করা হয় নাই এবং এ হত্যার বিচার- প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে।

RSS
Follow by Email