বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
সদর

ত্বকী হত্যার ১২৭ মাস: রবিবার আলোকপ্রজ্বালন

লাইভ নারায়ণগঞ্জ: তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২৭ মাস উপলক্ষে আলোকপ্রজ্বালন আয়োজন করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে ওই কর্মসূচি পালন করা হবে।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানান।

বিবৃতিতে উল্লেখ করেন, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১২৭ মাস, সাথে সাথে একটি বিচারহীনতারও ১২৭ মাস। ত্বকী হত্যার ১২৭ মাস উপলক্ষে ত্বকীসহ সকল হত্যার বিচারের দাবিতে আগামী ৮ অক্টোবর রবিবার সন্ধ্যা ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে এক আলোকপ্রজ্বালন কর্মসুচি অনুষ্ঠিত হবে।

RSS
Follow by Email